Extreme Study Link

আজকে আমরা শিখবো মিননা নো নিহনগো লেসন 5

সাথে আছি আমি,

Mahdi Borkotullah

Osaka, Japan

Teacher, Extreme Study Link!

লেসন 5 এ আমরা শিখব জাপানিজ ভাষার ভার্ব!

📌 Lesson 5 — Verb (ます form + verb groups)

Verb এর অনেক ধরনের ফর্ম রয়েছে জাপানিজে! আজকে আমরা সেইসব গ্রামার এর বেসিক ফর্ম বা প্রথম ভার্ব ফর্ম (masu form) এবং ভার্ব এর গ্রুপ সম্পর্কে জানবো!

ভার্ব এর গ্রুপ নিয়ে আলোচনা আরও পরে আসে কিন্তু আমার মনে হয় ভার্ব এর গ্রুপিং এর সিস্টেম টা জাপানিজ গ্রামার এর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে একটা! কেননা প্রায় প্রতিটি বাক্যেই এই নিয়ম ব্যবহার করতে হয়!

ভার্ব নিয়েই আমাদের সামনের কয়েকটা লেসন তাই ভার্ব নিয়ে আলোচনার শুরুতেই গ্রুপ নিয়ে ভালো ভাবে জেনে নেওয়া উচিত!

এইটা এক দিনে হবে না সামনের সব লেসন এ এর ব্যবহার হবে তাই আস্তে আস্তে সব আয়ত্তে এসে যাবে!

শুরুতে একটু জটিল মনে হবে কিন্তু একবার তিনটি গ্রুপ চেনার উপায় বুঝলে আর সমস্যা হবে না আশা করি!

👉 masu ফর্ম Present + Future Tense এবং Polite Form ভদ্র ভাষায় ব্যবহৃত হয়!

🔍 Grammar Explanation

ます-form = Polite present & Future tense

______________________________________

🟥 Verb

লেসন 5 থেকেই বেসিক কিছু ভার্ব নিয়ে কাজ শুরু হয়! আগে আমরা “desu” এর ব্যবহার দেখেছি এখন “Masu” এর ব্যবহার দেখবো! মূলত এই দুইটা শব্দ দিয়েই জাপানিজ বাক্য শেষ হয়! (ভদ্র ভাবে কথা বললে)

বাক্যের শেষে Noun থাকলে desu দিয়ে শেষ করতে হবে আর Verb থাকলে masu দিয়ে! এই “Masu” Verb এর সাথেই লেগে থাকে “desu”এর মতো আলাদা ভাবে থাকে না!

👉 কিছু বেসিক ভার্ব:

おきます —————- Okimasu —-— জেগে ওঠা

ねます ————-—— Nemasu ——-— ঘুমানো

はたらきます ———- Hatarakimasu – কাজ করা

やすみます ————- Yasumimasu — ছুটি

べんきょうします —- BenKyo Shimasu – Study

おわります ————- Owarimasu —— শেষ করা

______________________________________

🟥 প্রথমেই জেনে নেই যে Verb-এর ৩টি গ্রুপ আছে!

এই গ্রুপ অনুযায়ী আগামী লেসন গুলোতে আমরা ভার্ব এর ফর্ম পরিবর্তন করবো!

Group 1: いきます, よみます, のみます

Group 2: たべます, みます, おきます

Group 3: します, きます

______________________________________

🟥 গ্রুপ ১ চেনার উপায় এবং বিস্তারিত:

গ্রুপ ১ অন্যতম বড় একটি গ্রুপ; এটি চেনার উপায় হলো “ます এর আগে কয়টি বর্ণ আছে এবং শেষ বর্ণটি কোন কলামের?” তা চেনার মাধ্যমে!

যেমন “いきます” এইখানে “ます” এর আগে দুইটি বর্ণ আছে এবং শেষ বর্ণটি হলো “き” যা“ই”কলাম এর বর্ণ! উচ্চারণেই বুঝা যায় “কিইই” আবার হিরাগানা চার্ট এর দুই নাম্বার কলাম হলো “ই” কলাম!

👉 অর্থাৎ চেনার উপায় masu এর আগে অন্তত দুটি বর্ণ এবং শেষ বর্ণ ই কলাম!

এভাবে はたらきます(কিইই), よみます(মিইই), やすみます(মিইই)

______________________________________

🟥 গ্রুপ ২ চেনার উপায় এবং বিস্তারিত;

আগের মতোই এইখানে masu এর আগের বর্ণটি হবে “এ” কলাম এর! যেমন: たべます (বে)

এবং যদি masu এর আগে যদি একটি মাত্র বর্ণ থাকে!

যেমন: みます (একটি বর্ণ)

👉 দুটি বর্ণ থাকলে শেষ বর্ণ “এ” অথবা শুধু একটি বর্ণ!

এভাবে মোটামুটি সব ভার্ব কভার হয়ে যায়!

🟥 কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে সেইগুলো কে মুখস্ত করতে হবে!

যেমন: কারি-তারি-ওরি-ওকি-দেকি-আবি

এই ছন্দ দিয়ে মনে রাখা সহজ!

মানে হলো

かります(karimasu — ধার করা)

たります (Tarimasu— যথেষ্ট হওয়া)

おります (Orimasu— নামা; যেমন বাস থেকে নামা)

おきます (Okimasu— জেগে ওঠা)

できます ( Dekimasu— কোনও কিছু করতে পারা)

あびます ( Abimasu— গোসল করা)

এই ভার্ব গুলো সব গ্রুপ ১ এ থাকার কথা ছিল কারন দুইটি বর্ণ এবং শেষ বর্ণটি ই কলমের

কিন্তু বিশেষ নিয়মে এরা গ্রুপ ২ এ পড়বে সকল নিয়ম ২ এর নিয়মেই খাটবে এদের ওপরে!

আরও বেশ কিছু এমন স্পেশাল ভার্ব রয়েছে তবে N5 পর্যন্ত এই কয়টা জানলেই হবে!

______________________________________

🟥 আরও একটা বিশেষ নিয়ম হল “します、きます” কেননা নিয়ম অনুযায়ী এরা গ্রুপ দুই এর ভার্ব কারণ masu এর আগে একটি বর্ণ

কিন্তু না শুধু এই দুটি ভার্ব দিয়েই তিন নম্বর গ্রুপ তৈরি হয়!

অর্থাৎ,

👉 গ্রুপ ৩: “します、きます”

します (Shimasu— করবো)

きます (Kimasu— আসব)

এই দুটি ভার্ব এর সামনে স্বাধীন ভাবে একটি noun বসে তিন নম্বর গ্রুপের ভার্ব তৈরি হয়!

যেমন

পড়াশুনা করবো (Benkyo Shimasu) এখানে Benkyo একটা noun!

এভাবে এসব নিয়ম দিয়ে চেনা যায় কোনটি কোন গ্রুপের ভার্ব!

______________________________________

🟥 Structure

Noun は + Place へ/に + Verb ます

Time + に + Verb ます

🧍‍♂️ উদাহরণ

👉 わたしは にほんへ いきます。

আমি জাপানে যাব।

👉 まいにち べんきょうします。

প্রতিদিন পড়াশোনা করবো।

______________________________________

🟥 Practice

আজ আপনি কী কী করেছেন তালিকা লিখুন:

ভার্ব আলাদাভাবে লিখে প্র্যাকটিস করার সময় ভার্ব এর শেষে রোমান নাম্বার দিয়ে গ্রুপ লিখে প্র্যাক্টিস করলে মনে রাখা সহজ হয় এবং তাড়াতাড়ি আয়ত্তে আসে!

যেমন

たべます (ii) — এ কলাম তাই গ্রুপ ২

ねます (ii) — একটি বর্ণ তাই গ্রুপ ২

のみます (i) — ই কলাম তাই গ্রুপ ১

いきます (i) — ই কলাম তাই গ্রুপ ১

します (iii) — স্পেশাল গ্রুপ ৩

べんきょう+します (iii) noun + shimasu

📢 পরের পোস্টে আমরা শিখব Lesson 6 — Verb এর Te ফর্ম

পেজ টি ফলো করে রাখুন! আর এই পোস্টটা শেয়ার করুন, যাতে অন্যরাও একসাথে শিখতে পারে 🇯🇵✨

সবার জন্য শুভকামনা রইলো!

#MinnaNoNihongo#JapaneseLesson#Lesson1#জাপানি_ভাষা#LearnJapanese#SelfIntroduction#জাপানি_শেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *