আজকে আমরা শিখবো মিননা নো নিহনগো লেসন 4
Osaka, Japan
Teacher, Extreme Study Link!

লেসন 4 এ আমরা শিখব জাপানিজ ভাষায় “সময় গণনা করা”
Lesson 4 — Time (じ・ふん・はん)
(সময় বলা)
______________________________________
Grammar Explanation
〜じ (ji) = ঘণ্টা
〜じかん = ঘন্টা (গণনার ক্ষেত্রে)
〜ふん/〜ぷん (fun/pun) = মিনিট
〜びょう = Byo / বিও = সেকেন্ড
はん = সাড়ে
(যেমন 3じはん = SanJi Han = সাড়ে তিন টা)
Note:
আবার なに/なんমানে হলো কত!
তাই なんじ মানে কয়টা? (প্রশ্নবোধক)
বলে রাখি সেকেন্ড গণনা এই লেসন এ নাই! আসলে কোথাও নাই! পরেও আর আলাদা করে সেকেন্ড গণনা শিখানো হয়না তাই এই লেসন এই শিখে নেয়া ভালো!
______________________________________
ঘন্টা বলা: 〜じ
1じ (IchiJi / একটা)
2じ (NiJi / দুইটা)
3じ (SanJi / তিনটা)
なんじ (NanJi / কয়টা?)
______________________________________
ঘন্টা গণনা: 〜じかん / Jikan
1 じかん (IchiJikan / এক ঘন্টা)
2 じかん (NiJikan / দুই ঘন্টা)
3 じかん (SanJikan / তিন ঘন্টা)
なんじかん (NanJikan / কত ঘণ্টা?)
______________________________________
মিনিট বলা:
1ぷん (Ippun/এক মিনিট)
2ふん(Nifun/দুই মিনিট)
3ぷん(Sanpun/তিন মিনিট)
4ふん(YonFun/চার মিনিট
5ふん(GoFun/পাঁচ মিনিট)…
なんふん (NanFun / কত মিনিট?)
Note:
১,৮ ও ১০ এ বিশেষ উচ্চারণ!
সংখা হিসেবে উচ্চারণ না করে সুবিধার জন্য আলাদা উচ্চারণ!
যেমন;
১ মিনিট (IchiPun এর বদলে Ippun)
৮ মিনিট (HachiPun এর বদলে Happun)
১০ মিনিট (JyuPun এর বদলে Juppun)
______________________________________
একই ভাবে সেকেন্ড ও গণনা করা হয়!
সংখা + বিও
1 びょう (IchiByo / এক সেকেন্ড)
2 びょう (NiByo / দুই সেকেন্ড)
3 びょう (SanByo / তিন সেকেন্ড)
なんびょう (NanByo / কয় সেকেন্ড?)
______________________________________
Sentence Structure:
প্রশ্ন: いま なんじですか?
(Ima NanJi Desuka? / এখন কয়টা বাজে?)
উত্তর: いま5じ30ふんです/ いま5じはんです!
(Ima GoJi SanJuppun Desu / Ima GoJiHan Desu)
(এখন ৫ টা ৩০ মিনিট / এখন সাড়ে ৫ টা)
______________________________________
লেসন ৪ এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি:
いま ————— Ima ————— এখন
こぜん ———— GoZen ——— AM
ごご ————— GoGo ———- PM
あさ ————— Asa ————- সকাল
ひる ————— Hiru ————- দুপুর
ばん/よる —— Ban/Yoru —— রাত
おととい ——— Ototoi ——— গত পরশু
きのう –——— Kino ———- গত কাল
きょう -———- Kyo ———— আজ
あした -—-—— Ashita ——- আগামীকাল
あさって ——— Asatte —— আগামী পরশু
けさ ————— Kesa ——— আজ সকাল (অতীত)
こんばん ——— KonBan —- আজ রাত
やすみ ———— Yasumi —— ছুটি
Practice
নিজের দৈনিক সময়সূচি বানান:
7じに おきます
8じに べんきょうします
পরের পোস্টে আমরা শিখব Lesson 5 — Japanese Verb
পেজ টি ফলো করে রাখুন! আর এই পোস্টটা শেয়ার করুন, যাতে অন্যরাও একসাথে শিখতে পারে ![]()
![]()
সবার জন্য শুভকামনা রইলো!
#MinnaNoNihongo#JapaneseLesson#Lesson1#জাপানি_ভাষা#LearnJapanese#SelfIntroduction#জাপানি_শেখা