আগের পোস্ট এ লেসন ১ নিয়ে লিখেছিলাম, তবে বর্ণমালা শেখা যেকোনো ভাষা শেখার প্রথম ধাপ হওয়া উচিত। আসুন আমরা জাপানিজ বর্ণমালা সম্পর্কে প্রাথমিক ধারণা নেই!
সাথে আছি আমি, Mahdi Borkotullah
Osaka, Japan; Teacher, Extreme Study Link!

জাপানিজ এ প্রথমত দুই ধরনের বর্ণমালা আছে,
১. হিরাগানা
২. কাতাকানা
৩. কাঞ্জি (পরে এইটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ)

জাপানি ভাষা শেখার প্রথম ধাপ হলো
হিরাগানা (ひらがな) ও কাতাকানা (カタカナ) আয়ত্ত করা।
এগুলোকে বলা হয় Japanese Kana Scripts — এগুলো ছাড়া পড়া, লেখা বা কথা বলার ভিত্তি তৈরি হয় না।
হিরাগানা (Hiragana ひらがな)
হিরাগানা মূলত জাপানি দেশীয় শব্দ, পার্টিকেল, ক্রিয়া ও ব্যাকরণের জন্য ব্যবহৃত হয়।
মোট অক্ষর: ৪৬টি (Basic) + কিছু ডাকার্টেন ও কম্বিনেশন। ডার্কাটেন হলো তেনতেন আর মারু! মানে কিছু হিরাগানার সাথে “ , ゜যোগ করে আলাদা উচ্চারণ হয়।
যেমন か(কা) এর সাথে (゛) যুক্ত করে が (গা) হয়।
আবার は (হা) এর সাথে (゜ ) যুক্ত করে ぱ(পা) হয়।
আর কম্বিনেশন হলো যুক্তবর্ণ! যেমন কা এর সাথে ইয়া যুক্ত হয়ে kya তৈরি করে!
উদাহরণ:
あ(a)い(i)う(u)え(e)お(o)
か(ka)き(ki)く(ku)け(ke)こ(ko)
さ(sa)し(shi)す(su)せ(se)そ(so)
ありがとう(arigatou)= ধন্যবাদ
হিরাগানা দিয়ে শিশুদের বই, প্রাথমিক জাপানি পাঠ্য, এবং ব্যাকরণের শেষে দেখা যায়।
প্রতিদিন ৫টা করে অক্ষর প্র্যাকটিস করলেই ২ সপ্তাহে শিখে ফেলা সম্ভব!

কাতাকানা (Katakana カタカナ)
কাতাকানা মূলত বিদেশি শব্দ, নাম, ধ্বনি অনুকরণ (onomatopoeia) এবং বিশেষ শব্দের জন্য ব্যবহৃত হয়।
কাতাকানা মূলত হিরাগানারই একটা রূপ কেননা হিরাগানার একই উচ্চারণ এর জন্য একটা কাতাকানা ও আছে!
শুধু বিদেশি শব্দ লিখার জন্যেই আলাদা চিহ্ন ব্যবহার করে কাতাকানা বানানো হয়েছে! উচ্চারণ সেই একই!
তাই হিরাগানার মতোই কাতাকানা ও মোট অক্ষর: ৪৬টি (Basic) + কিছু ডাকার্টেন ও কম্বিনেশন। (হিরাগানার ওই একই নিয়ম)
উদাহরণ:
ア(a)イ(i)ウ(u)エ(e)オ(o)
カ(ka)キ(ki)ク(ku)ケ(ke)コ(ko)
コンピューター(konpyuutaa)= কম্পিউটার
バナナ(banana)= কলা
জাপানিজ মানুষ রা সব কিছু উচ্চারণ করতে পারে না! তাই অনেক ইংলিশ বা অন্য বিদেশি ভাষার শব্দ উচ্চারণ করার সময় সমস্যা হয়! এই জন্য ওরা নিজেদের মতো করে উচ্চারণ বানিয়ে নিয়েছে!
এই কারণেই মূলত কাতাকানা এর প্রচলন শুরু!
যেমন জাপানিজ রা কম্পিউটার উচ্চারণ করে (কনপিয়ুতা)
এইসব আলাদা শব্দ লিখতে কাতাকানা কাজে আসে!
অনেক বিদেশি শব্দ ইংরেজির কাছাকাছি উচ্চারণে কাতাকানায় লেখা হয়।
সিনেমা, দোকানের নাম, ব্র্যান্ড, বিদেশি মানুষের নাম — সবখানেই কাতাকানা দেখা যায়।
শেখার টিপস
প্রতিদিন ১০ মিনিট করে প্র্যাকটিস করুন!
সবগুলো বর্ণমালা একটা কাগজে লিখে দেওয়ালে টানিয়ে রাখুন!
কাগজে বারবার লিখে হাতের সাথে অভ্যেস তৈরি করুন!
ফ্ল্যাশকার্ড বা অ্যাপ (যেমন: Kana Town / Anki / Duolingo) ব্যবহার করুন!
হিরাগানা → কাতাকানা → পড়া → লেখা — এই ধাপে ধাপে প্রাকটিস করুন!

শেষ কথা
জাপানি ভাষা শেখার পথটা শুরু হয় এই দুটি অক্ষরমালা দিয়েই।
হিরাগানা ও কাতাকানা আয়ত্তে আনতে পারলেই শব্দ পড়া, উচ্চারণ ধরা, এমনকি কানজি শেখাও অনেক সহজ হয়ে যায়!
এই পোস্টটি সেভ করে রাখো ![]()
কমেন্টে জানাও, তুমি কোনটা আগে শিখেছো – হিরাগানা না কাতাকানা?
![]()
আরও জাপানি শেখার সহজ টিউটোরিয়ালের জন্য Follow করুন আমাদের পেজটি ![]()
#JapaneseLanguage#Hiragana#Katakana#LearnJapanese#জাপানি_শেখা#StudyInJapan#JapaneseForBeginners